9.2 C
New York
বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

Buy now

spot_img

৭ দিনে ‘স্ত্রী টু’ সিনেমার আয় কত?

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘স্ত্রী টু’। অমর কৌশিক পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও। কমেডি-হরর ঘরানার এ সিনেমা গত ১৫ আগস্ট মুক্তি পায়।

বিশ্বের প্রায় ৩ হাজার পর্দায় মুক্তি পেয়েছে ‘স্ত্রী টু’। মুক্তির প্রথম দিনে প্রেক্ষাগৃহে বাজিমাত করেছে সিনেমাটি। চলতি বছরে বেশ কয়েকটি হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে। প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার মধ্যে এটি এখন শীর্ষে অবস্থান করছে। এ তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে রয়েছে— ‘কল্কি’ (২১ কোটি রুপি), ‘ফাইটার’ (২০.৫ কোটি রুপি)।৭৮.১৯ কোটি রুপি (১১০ কোটি ৮৬ লাখ টাকার বেশি) বাজেটে নির্মিত হয়েছে ‘স্ত্রী টু’। এটি প্রযোজনা করেছেন দিনেশ ভিজান ও জ্যোতি দেশপান্ডে। মুক্তির সপ্তম দিনেও বক্স অফিস কাঁপিয়েছে সিনেমাটি। কিন্তু এখন পর্যন্ত কত টাকা আয় করেছে? স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির পাঁচ দিনে শুধু ভারতে ‘স্ত্রী টু’ আয় করেছে ৩২৮.৫ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ৫৯ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৩৮৭.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫৪৮ কোটি ৬০ লাখ টাকার বেশি)। শ্রদ্ধা-রাজকুমার ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক ব্যানার্জি, মুশতাক খান প্রমুখ। তা ছাড়াও সিনেমাটিতে বেশ কজন তারকা ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। এ তালিকায় রয়েছেন অক্ষয় কুমার, তামান্না ভাটিয়া, বরুণ ধাওয়ান প্রমুখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles