বৈষম্যবিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৯ নেতাকর্মী মারা গেছেন বলে জানিয়েছে সংগঠনটি। এ ছাড়া এই আন্দোলনে সংগঠনের ২ হাজার ১০০ নেতাকর্মী গ্রেপ্তার হন। তাদের সবাই পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন।
বুধবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ তথ্য জানান। আন্দোলনে নিহতদের স্মরণে এদিন ঢাকাসহ সারাদেশে শোক মিছিল কর্মসূচি পালন করে সংগঠনটি।
বিএনপি নেতারা জানিয়েছেন, এবারের আন্দোলনে ক্ষয়ক্ষতি এবং আহত ও নিহত নেতাদের তালিকা তৈরির কাজ শুরু করেছেন তারা। দেশের প্রত্যেক ইউনিটকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। এসব তথ্য সংগ্রহ করে পূর্ণাঙ্গ তালিকা করা হচ্ছে।
এর আগে দৈনিক আলোকিত বাংলাদেশ নিজস্ব অনুসন্ধানে পাওয়া তথ্য নিয়ে গত সোমবার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ছাত্র-জনতার আন্দোলনে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত ১১৭ নেতাকর্মী নিহত হয়েছেন। এতে বলা হয়, ছাত্রদলের ৩৪, যুবদলের ৩৫, স্বেচ্ছাসেবক দলের ৯, শ্রমিক দলের ১৪, কৃষক দলের ৪, ঢাকা মহানগর উত্তর বিএনপির ৬, দক্ষিণ বিএনপির ১২, মৎস্যজীবী দলের ২ এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের একজনের প্রাণহানির তথ্য নিশ্চিত হওয়া গেছে।