9.2 C
New York
বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

Buy now

spot_img

শেখ হাসিনা ও শামীম ওসমানের বিরুদ্ধে শিশু হত্যা মামলা

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের শিমরাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কিশোর হুসাইন (১০) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, আজমেরি ওসমান, অয়ন ওসমানসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার বিষয়টি বুধবার রাতে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক।

এর আগে সন্ধ্যায় নিহত হুসাইনের বাবা মানিক মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, গত ২১ জুলাই অনেক আওয়ামী দুষ্কৃতকারীরা ১-৩ নং আসামির নির্দেশে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, পিস্তল, শর্টগান, ককটেল, ইটপাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ছাত্রদের ওপর হামলা চালায়। তখন তার সন্তান হুসাইন শিমরাইলের ডাচ-বাংলা ব্যাংকের সামনে বিকালে গুলিবিদ্ধ হয়ে তাৎক্ষণিকভাবে মারা যায়।

কোটাবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে খুন হওয়ার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় এ পর্যন্ত পৃথক তিনটি হত্যা মামলা করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles